সামিরা খান মাহির নতুন লুক ঘিরে আলোচনা ও বিতর্ক
দুই দিন আগে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সামিরা খান মাহি তাঁর ফেসবুক প্রোফাইলে তিনটি ছবি পোস্ট করেন, যেখানে তাঁকে দেখা গেছে কর্পোরেট অফিস লুকে। মুহূর্তেই ছবিগুলো ভাইরাল হয়ে পড়ে সামাজিক মাধ্যমে।
তবে প্রশংসার পাশাপাশি কিছু বিতর্কও তৈরি হয়। অনেকেই তাঁর লুককে পর্নো তারকাদের সঙ্গে তুলনা করেন। কেউ কেউ মন্তব্য করেন, তাঁর স্টাইল নাকি মিয়া খলিফার মতো।
এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মাহি। স্পষ্টভাবে জানিয়েছেন, *স্টাইল বা ফ্যাশনকে নিজের মতো করে উপভোগ করা সবার স্বাধীনতা*, এবং অপ্রাসঙ্গিক তুলনায় না গিয়ে, ইতিবাচক দৃষ্টিভঙ্গি রাখা উচিৎ
সামিরা খান মাহির অফিস লুকের ফেসবুক পোস্টটি ইতিমধ্যেই ৫৩ হাজারের বেশি রিয়্যাকশন পেয়েছে, এবং শেয়ার হয়েছে আড়াই হাজারেরও বেশি বার। ছবিগুলো ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে ইতিবাচক ও নেতিবাচক নানা মন্তব্যের বন্যা।
এই আলোচনা নিয়ে বৃহস্পতিবার এক ফেসবুক পোস্টে মাহি লেখেন,
চশমা দেখে যা ভাবছেন সবাই, আসলে তা শুধু আমার অফিস লুকের অংশ, এর বেশি কিছু নয়।
সবশেষে তিনি বলেন
প্রতিটি পোশাক বা ভঙ্গিকে অপ্রাসঙ্গিকভাবে দেখার প্রয়োজন নেই। স্টাইলকে তার মতো করেই উপভোগ করা উচিত।
আমি যা করি তাতেই দোষ” — সমালোচনার জবাবে বললেন সামিরা খান মাহি
বিষয়টি নিয়ে সাংবাদিকের সঙ্গে কথা বলেন অভিনেত্রী সামিরা খান মাহি। তাঁর কথায় স্পষ্ট হতাশা ও রসবোধের ছাপ—
এটা তো কেবল একটা নাটকের অংশ! আর সেটাকে ঘিরে এত তুলকালাম! আর বলার কী! কে কীভাবে দেখে সেটা তো আমার হাতে নেই। মজার ব্যাপার হলো—আমি যাই করি, তাতেই যেন দোষ! (হাসি)
মাহি জানান, ভাইরাল হওয়া ছবিগুলো আসলে *‘সুইট কলিগ’* নামের একটি নাটকের অংশ, যা পরিচালনা করেছেন সকাল আহমেদ। নাটকটির শুটিং শেষ হয়েছে সম্প্রতি।